দাম্পত্য জীবনের সমস্যা - সুখী দাম্পত্য জীবনের কিছু ছোট টিপস
আজকের আর্টিকেলের মূল বিষয়বস্তু হলো দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে। মূলত
দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর চাহিদা থেকে। আমাদের পাঠকদের
মধ্য থেকে অনেকেই প্রশ্ন করে থাকেন দাম্পত্য জীবনের সমস্যা সমাধানের উপায়
সম্পর্কে। চলুন বিস্তারিতভাবে জেনে আসি দাম্পত্য জীবনের সমস্যা এর সমাধান নিয়ে
কিছু টিপস।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে দাম্পত্য জীবনের সমস্যা এবং সুখী
দাম্পত্য জীবনের কিছু ছোট টিপস সম্পর্কে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে জেনে
আসি দাম্পত্য জীবনের সমস্যা এর সমাধান সম্পর্কে।
পেজ সূচিপত্রঃ দাম্পত্য জীবনের সমস্যা - সুখী দাম্পত্য জীবনের কিছু ছোট টিপস
- সুখী হওয়ার ১০টি উপায়
- দাম্পত্য জীবনের সমস্যা
- সংসারে সুখী হওয়ার উপায়
- দাম্পত্য কলহ দূর করার উপায়
- স্ত্রী যদি স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলে
- শেষ কথাঃ
সুখী হওয়ার ১০টি উপায় - দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায়
সুখী হওয়ার অনেক উপায় রয়েছে তার মধ্যে ১০টি উল্লেখযোগ্য উপায় আলোচনা
করা হলোঃ
- নিজের সমস্যা গুলোর সমাধান করতে হবে। এছাড়া নিজের অবস্থান টি সম্পর্কে চিন্তা করতে হবে । সুখ দেয় এমন দিকগুলি সম্পর্কে বেশি বেশি ভাবতে হবে এবং নিজেকে গড়ে তুলতে হবে।
- জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হল লক্ষ্য। নিজের লক্ষ্য তৈরি করুন এবং সেভাবে নিজের জীবন পরিচালনা করা।
- আপনি যে স্থানে অধিকাংশ সময় থাকেন বা নিজের বসবাসরত স্থানটি পরিষ্কার রাখুন এটি মন ভালো রাখতে সাহায্য করে।
- শরীর ভালো থাকলেই মন ভালো থাকে। আর মন ভালো থাকলে আমাদের জীবন উৎফুল্ল ও আনন্দিত হয়ে ওঠে। এই জন্য আমাদের নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
- সময় নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং নির্দিষ্ট একটি চার্ট তৈরি করতে হবে সারাদিনের কাজের এবং সে অনুযায়ী কাজ করতে হবে।
- অন্যের সহায়তা নিন এবং নিজে সহায়তা করুন এতে শান্তি নিহিত রয়েছে। নিজের পরিবার এর মানুষ এর মাধ্যমে সহায়তা নিয়ে সফলতা অর্জন করুন। সফল হয়ে গেলে অন্যকে সহায়তা করার চেষ্টা করুন।
- আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং স্বপ্ন অনুযায়ী সেই কাজগুলি এই নিয়মিত করুন।
- ধ্যান ও মেধার বিকাশের জন্য অত্যাধিক জ্ঞান অর্জন করুন এর মাধ্যমে আপনার মেধার বিকশিত হবে। নতুন চিন্তাশক্তি সৃষ্টি হবে। নিজের জন্য সুযোগ তৈরি করুন।
- নিজের আর্থিক স্বাধীনতা সৃষ্টি করতে হবে এর জন্য নিয়ম-ক্রান্তিক খরচ লিপিবদ্ধ করতে হবে। প্রতি মাসে নিজের জন্য একটি নির্দিষ্ট খরচ করতে হবে। অর্থ কনফিডেন্স ও সফলতার পথ সুগম করে।
- আনন্দ খেলাধুলা এটি মন ভালো রাখার একটি অংশ। কাজ যেমন করা প্রয়োজন তেমনি শখের জন্য সময় কাটানো খেলাধুলাও প্রয়োজন। এটি উদ্যোগী করে তোলে শরীরকে এবং মনকে।
উপরে উল্লেখিত উপায় গুলি অনুসরণ এর মাধ্যমে সুখী এবং সন্তুষ্ট জীবন যাপন
করতে পারবেন। আপনার জীবনে চলার পথে দেওয়া প্রতিটি ধাপ আপনার জন্য সুখ
সমৃদ্ধি বয়ে আনে সেই দিকে লক্ষ্য রাখতে। সুখী দাম্পত্য জীবনের সমস্যা
দূর করার উপায় হলো ভালোবাসা। একজন আরেকজনের প্রতি অগাধ ভালোবাসা থাকা
প্রয়োজন।
কখনো একজনের মতামত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। দুইজন মিলে
একসঙ্গে একটি সিদ্ধান্ত নিতে হবে। শারীরিক মেলামেশা বা অন্য যেকোনো বিষয়ের
উপর জোর করা যাবে না একে অপরকে। তবে অবশ্যই একজন আরেকজনের সমস্যা খুশি
আনন্দ দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করতে হবে। একটি সম্পর্কের স্বামী স্ত্রী
অবশ্যই দুজনের পছন্দকে গুরুত্ব দিতে হবে।
স্ত্রী বা স্বামীকে খুশি করার জন্য বিশেষ দিনগুলিকে স্মরণীয় করে রাখার
চেষ্টা করতে হবে যেমন বিবাহ বার্ষিকী উদযাপন জন্মদিন উদযাপন ইত্যাদি।
সংসারে ভুল বোঝাবুঝি অশান্তি হওয়াটা স্বাভাবিক এটি একটি ভালবাসারই অংশ তবে
কখনো একজন আরেকজনকে ছেড়ে দেওয়া যাবে না। রাগের মাথায় কোন সিদ্ধান্ত
না নিয়ে একসঙ্গে বসে রাগ অভিমান দূর করতে হবে কথা বলার মাধ্যমে।
যখন স্ত্রী রেগে যাবে তখন স্বামী যেন চুপ থাকে এবং যখন স্বামী রেগে যাবে
তখন যেন স্ত্রী চুপ থাকে এই নিয়মটি ফলো করার মাধ্যমে কখনো মনোমালিন্য
বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে না। মহিলারা বা স্ত্রীরা সংসারকে আগলে
গুছিয়ে রাখার জন্য অনেক ত্যাগ স্বীকার করে এবং অনেক কার্য এক সঙ্গে এক
হাতে পরিচালনা করে। স্ত্রীদের মন জয় করার জন্য সপ্তাহে অন্তত একদিন
ঘুরতে নিয়ে যাওয়া উচিত স্বামীর সেটা বাড়ির পাশে কেন না হয়।
দাম্পত্য জীবনের সমস্যা - সুখী দাম্পত্য জীবনের কিছু ছোট টিপস
বর্তমান সময়ে যে দাম্পত্য জীবনের সমস্যা গুলো সৃষ্টি হয় তা দুইজনের
প্রয়োজনের চাহিদা থেকে সৃষ্টি হয়। যখন একজন আরেকজনের চাহিদা পূরণ করতে
অক্ষম হয় এবং এটি দীর্ঘদিন যাবত চলতেই থাকে একজন আরেকজনকে দোষারোপ বিদ্রুপ
এবং সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে তখন। এই সমস্যার খুব দ্রুত সমাধান না
করলে এটি বিচ্ছেদেরও সৃষ্টি করতে পারে।
মানুষ প্রশংসা পেতে খুবই পছন্দ করে এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এর বিকল্প
নয় ছোট ছোট বিষয়ে প্রশংসা করতে পারেন এতে সম্পর্ক মধুর হয়। যেমন টেবিল
পরিষ্কার করা কিনে আনা টিসুর বক্স এর খাবারের রান্নার প্রশংসা কাজের প্রশংসা
সৌন্দর্যের প্রশংসা করে মুখরিত করতে পারেন আপনার সংসার। ছোট্ট একটি প্রশংসা
একটি ধন্যবাদ একটু ভালোবাসা আপনার সঙ্গিনী বা সঙ্গীকে নিমিষেই উৎফুল্ল
আনন্দিত করে তুলতে পারে।
সংসারে সুখী হওয়ার উপায় - দাম্পত্য জীবন কিভাবে মধুর হয়
সংসারে সুখী হওয়ার জন্য সর্বপ্রথম জানতে হবে সংসার কেন ভেঙে যায়। এর একটি
সঠিক উত্তর হল একজনের মনের সঙ্গে অন্যজনের মনের মিল না হওয়া। একে অপরকে
বোঝার চেষ্টা না করা। ছোট ছোট বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি করা। মনে রাখতে
হবে একজন পুরুষ সবসময় চেষ্টা করে তার পরিবারকে আগলে রাখার। পুরুষ কে
বলা যেতে পারে বটগাছের মত সকল ঝড়-ঝাপটা নিজের কাধে নিয়ে পরিবারের মুখে হাসি
পটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে একজন পুরুষ।
সামাজিকতা পরিবার নিজের জীবন কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম
করে একজন পুরুষ। অপরদিকে একজন স্ত্রী তার সবটুকু দিয়ে পরিবারকে আগলে রাখে
পরিবারের পছন্দ-অপছন্দকে প্রাধান্য দিয়ে জীবনকে উৎসর্গ করে। এই জন্য একজন
স্ত্রী হিসাবে তার স্বামীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মানের সহিত জীবন যাপন
করা উচিত। কখনো মনোমালিন্য হলে তা একসাথে হয়ে ভালোবাসার মাধ্যমে ঠিক
করে নেওয়া উচিত।
অপরদিকে একজন পুরুষের উচিত তার স্ত্রীকে সম্মান করা ভালোবাসা তার পছন্দগুলোকে
নিজের সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করা কোন সিদ্ধান্ত তার স্ত্রীর উপর
চাপিয়ে দেয়া উচিত নয়। মনে রাখতে হবে সংসার জীবনে সুখী হতে হলে যে কোন
সিদ্ধান্ত স্বামী স্ত্রী একসঙ্গে নেওয়া উত্তম এতে স্বামীর কোন ভুল হলে
স্ত্রী ধরিয়ে দিতে পারবে অপরদিকে স্ত্রীর কোন ভুল হলে স্বামী ধরিয়ে দিতে
পারবে এবং এর মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
একজন মেয়ে তার বাবা-মা পরিবারকে ছেড়ে অপরিচিত একটি পরিবারের মধ্যে ঢুকে
পরিবারকে গোছানোর চেষ্টা করে এই জন্য প্রতিটি পুরুষের উচিত একজন স্ত্রী যেন
কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখা। বড় বড় ডিগ্রি বা বড় জায়গাতে চাকরি
থাকলেই দাম্পত্য জীবন সুখী হয় না। দাম্পত্য জীবন সুখী থাকার মূল অস্ত্র হলো
ভালোবাসা।
একে অপরের প্রতি সম্মান এবং অগাধ বিশ্বাস। প্রতিটি সম্পর্কের একটি
নির্দিষ্ট চাহিদা রয়েছে। আরো খোলামেলাভাবে বলতে গেলে প্রতিটি স্বামী ও
স্ত্রীর শারীরিক মানসিক কিছু চাহিদা রয়েছে। দাম্পত্য জীবন মধুর করতে
চাইলে দুইজনের দুইজনার চাহিদা পূরণ করার সক্ষমতা থাকতে হবে।
দাম্পত্য কলহ দূর করার উপায় - দাম্পত্য কলহের কারণ
হিন্দু শাস্ত্রমতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হলে রাতে ঘুমানোর সময়
স্বামীর মাথার কাছে একটি সিঁদুর এর কৌটা রেখে দিন এবং পরের দিন সকালে সেই
সিদুর কোন স্থানে ফেলে দিন শীঘ্রই সুফল পাওয়া যাবে বলে মনে করেন অনেক
পুরোহিত। যখন একজন মানুষ বুঝতে পারে আরেকজনের কাছে তার কোন মূল্য নেই তখন
সৃষ্টি হয় কলহ।
এই জন্য ব্যস্ততার মাঝেও একজন আরেকজনকে সময় দিন। কথা বলার মাধ্যমে
সমস্যাগুলোর সমাধান করে নিন নিজেদের মধ্যে। অনেক স্বামী বা স্ত্রীর আছেন
যারা একজনার কষ্ট একজনার দুঃখ বা আনন্দ আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারেন
না। স্বামী স্ত্রীর বন্ধন হল এমন এক বন্ধন যার মূল কাজই হল সুখে-দুখে একজন
আরেকজনের পাশে দাঁড়ানো।
স্ত্রী যদি স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলে - দাম্পত্য জীবনে স্ত্রীরা অসন্তুষ্ট কেন
ইসলামী শরীয়ত অনুযায়ী স্ত্রী যদি নামাজ আদায় না করে রোজা পালন না করে
স্বামীর আনুগত্য না করে এবং পর্দা না করে সে ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর
গায়ে হাত তুলতে পারবে। ইসলামী শরীয়ত অনুযায়ী স্বামীর পায়ের নিচে স্ত্রীর
বেহেস্ত। অনেকেই আছে বর্তমান সময়ে যারা বুঝে বুঝে স্বামীর মনে কষ্ট দিয়ে
ফেলে। এতে সে নিজে তার পরকাল নষ্ট করছে।
মহান আল্লাহ তা'আলা বলেন আমার পরে স্বামীর অনুগত্য কর। স্বামীর কথা অনুযায়ী
যদি জীবন পরিচালনা না করে কোন স্ত্রী তাহলে তার স্থান জাহান্নাম। তবে যদি কোন
স্বামী শরীয়ত বিরোধী কোন কাজের হুকুম দেয় তার স্ত্রীকে সে কাজ করতে
অস্বীকার করতে পারবে স্ত্রী। দাম্পত্য জীবনে স্ত্রীর দায়িত্ব পালন স্ত্রীর
শারীরিক চাহিদা পূরণ করতে না পারলে স্ত্রী অসন্তুষ্ট হয়ে যায় এর কারণে
পারিবারিক কলহ এর সৃষ্টি হয়ে যায় । এর জন্য সকল স্বামীর উচিত তার নিজের
স্ত্রীর সকল চাহিদা পূরণ করা। তাদের পছন্দকে সম্মান করা এবং তাদের কে খুশি
রাখার চেষ্টা করা।
শেষ কথাঃ দাম্পত্য জীবনের সমস্যা - সুখী দাম্পত্য জীবনের কিছু ছোট টিপস
আশা করি দাম্পত্য জীবনের সমস্যা এর সমাধান করার কিছু টিপস আপনাদের সঙ্গে
শেয়ার করতে পেরেছি। আপনারা যারা দাম্পত্য জীবনের সমস্যা এবং সুখী থাকার
উপায় সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য ওপরে আর্টিকেলটি আমরা সাজিয়েছি।
আমাদের আর্টিকেলটি পড়ার পরে তার জীবনে কাজে লাগানোর মাধ্যমে দাম্পত্য জীবনের
সমস্যা দূর করতে পারবেন। এমন গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আর্টিকেল পেতে
আমাদের সাথেই থাকুন।
Rajrafi.com এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url