গোপনীয়তা ও নীতিমালা

‘নিজে জানুন, অন্যকে জানান’ এই স্লোগান নিয়ে আপনাদের সাথে করে আমাদের পথ চলা।
ইন্টারনেট তথ্য প্রযুক্তি স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বিষয়ের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।


এই ওয়েবসাইটটি মূলত বর্তমান সময়ের বিভিন্ন বিষয় তথ্যপ্রযুক্তি ফ্রিল্যান্সিং এবং স্বাস্থ্য টিপস ও ট্রিকস নিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র নিজেই জানলেই হবে না এর মধ্যে কোন সার্থকতা নেই বরং চোর নিজের জ্ঞানকে বৃদ্ধির জন্য হলেও অন্যকে জানাতে হবে এর মধ্যে একটি আলাদা অনুভূতি রয়েছে এছাড়া এর ফলে জ্ঞ্যানের বৃদ্ধি হয়। 

এই সাইটটি মূলত প্রত্যেককে সহযোগিতা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং ফ্রিল্যান্সিং বিষয়ে বিগেনারদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। নিচে উল্লেখিত কিছু নিয়ম-নীতি মেনে পোস্ট লেখা ও কমেন্ট করার নির্দেশ দেওয়া হলঃ 

বিশেষ দ্রষ্টব্যঃ পোস্ট লেখার পূর্বে১.১.৮ নম্বর নিয়ম ভালোভাবে পড়ে নিতে হবে কোনো সমস্যা হলে এডমিন এর কাছ থেকে সাহায্য নিতে হবে

১.০.০ এই ওয়েবসাইটে পোস্ট লেখার জন্য পোস্ট এর মূল ভাষা অবশ্যই বাংলা রাখতে হবে পোস্টে কমপক্ষে ৮০ শতাংশ বাংলা ভাষা থাকতে হবে এছাড়া বাংলা ইংরেজি মিশ্রণ করে পোস্ট লিখা যাবে কিন্তু অন্য কোন ভাষায় পোস্ট লেখা যাবে না। অভ্র ইউনিকোড কিবোর্ড ব্যবহার করে বাংলা লেআউট দিয়ে লেখা-লেখি করতে পারেন এতে কোন সমস্যা নেই।

১.০.১ অযথা ইংরেজি বাংলা মিশ্রণ করে অথবা ইংরেজি বর্ণ দিয়ে বাংলা লিখে অথবা বাংলা ভাষা বিকৃত হয় এমন কোনভাবে পোস্ট লেখা যাবে না তবে প্রয়োজনে ইংরেজি বাংলা মিশ্রণ করে পোস্ট লেখা যেতে পারে।

১.০.২ টেকনিক্যাল শব্দগুলো অযথা বাংলায় প্রতিশব্দ ব্যবহার করে বিকৃত করার কোন প্রয়োজন নেই টেকনিক্যাল টার্মগুলো লেখার ক্ষেত্রে ইংরেজি শব্দ ব্যবহার করে লিখতে পারেন। কোন টেকনিক্যাল টিমে যদি বহুল ব্যবহৃত পরিভাষা থাকে সেটি ব্যবহার করতে পারেন এতে কোন প্রকার সমস্যা নেই।

১.০.৩ বিভিন্ন যদি কোন ওয়েবসাইট সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস এর সম্পর্কে বিবরণ দিতে চান তাহলে এটি আপলোড করার পরিবর্তে লিঙ্ক দিয়ে দিবেন। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসাবে আপলোড করে লিংক দেওয়া যাবে এ ক্র্যাক সিরিয়াল ইত্যাদি বিষয়গুলো ব্লক সাইট উৎসাহ দেয় না বরং ওপেন সোর্স গুলোকে স্বাগত জানাই।

১.০.৪ কোন প্রকার হ্যাকিং ফিশিং সাইবারক্রাইম ইত্যাদি বিষয়ে অবশ্যই কোন ধরনের পোস্ট করা যাবে না তবে টেক নিউজ হ্যাকারদের খবর ইত্যাদি এছাড়া সাইট সার্ভিস বা বিভিন্ন অপরাধ এড়ানোর জন্য যে সকল নিরাপত্তা মূলক পোস্ট রয়েছে তা ব্লগের মাধ্যমে করা যেতে পারে মানুষকে উৎসাহিত করার জন্য।

১.০.৫ নিজের লেখা আর্টিকেল নয় এরকম অন্য কোন ব্লগ থেকে কপি করে আনা বা অন্য কোন কারো লিখা কপি করে আনা যাবে না আংশিক বা হুবহু নিজের ক্রিটিভিটির মাধ্যমে সঠিক তথ্য প্রদান করতে হবে আর্টিকেলের মাধ্যমে। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকতে হবে।

১.০.৬ যদি এমন কোন পরিস্থিতি ঘটে যে অন্য কারো লিখা কপি করতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি সেই লেখক এর নাম পূর্বে প্রকাশিত লিংক উল্লেখ করে সে আর্টিকেল কপি করতে পারেন তবে এগুলো না করাই ভালো অনেক সময় এ সকল ক্ষেত্রে গুগল নীতিমালা ভঙ্গের কারণে সাইট অফ করে দেয়।

১.০.৭ অনেক আগে প্রকাশিত নিজের লেখা বা ব্যক্তিগত কোনো পোষ্ট হুবুহু অন্য কোথাও প্রকাশ করতে পারেন এতে তেমন কোন বাধ্যবাধকতা নেই তবে উল্লেখিত বুষ্টের লিংক সংযুক্ত করে দিতে হবে সেসকল স্থানে যে সকল স্থানে আপনি পোস্ট পাবলিস্ট করবেন লিংকটি হবে প্রথম পোষ্টের। অন্য কোন লেখকের লিখা যদি আপনি পাবলিশ করেন সে ক্ষেত্রে অবশ্যই সেই লেখকের নাম পূর্বে প্রকাশিত হয়েছে এমন কোন স্থানের লিংক সেই লিখার সাথে সম্পর্ক করতে হবে।

১.০.৮ নিজের ব্যক্তিগত লেখা অথবা পূর্বে প্রকাশিত ব্লগে লিখা হয়েছে এমন কোন লিখা পরবর্তীতে যখন কোন জায়গায় পোস্ট করবেন সে ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই তবে অবশ্যই মনে রাখতে হবে ব্লগার যখন একটি পোস্ট একাধিক স্থানে দেখে তখন বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে এই জন্য পূর্বের সাইডের লিংক অবশ্যই সংযুক্ত করতে হবে। এছাড়া আপনি যদি কোন নিজের ব্লগের লিখা পাবলিশ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই জায়গার লিংক অথবা আমার ব্লগে লিখা হিসাবে উপস্থাপন করতে।

১.০.৯ কোন পোষ্টের অর্ধেক লেখার পরে বাকি পোস্ট করতে এই লিঙ্কে ক্লিক করুন বা কোন স্থানে বা ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে না এটি ব্লগারের নীতির বিরুদ্ধে যায়। তবে সম্পূর্ণ আর্টিকেল লিখে ওই ওয়েবসাইট বা লেখকের নাম ও সূত্র উল্লেখ করা যেতে পারে।

১.১.০ কোন প্রকার এডসেন্স অ্যাফিলিয়েট জাতীয় লিংক পোস্টে ব্যবহার করা যাবে না বা সটলিং ব্যবহার করা যাবে না এছাড়া কোন লিংক সাইট ব্লগের ঠিকানা দেওয়া যাবে না অ্যাফিলিয়েট জাতীয়। এছাড়া আপিলিয়েট হোস্ট এফিলিয়েটেড শর্ট লিঙ্ক বা আর্নিং সাইটের লিংক পোস্টে ব্যবহার করা যাবে না এটি ব্লগার নীতিমালার বিরুদ্ধে যায়।

১.১.১ ইনকাম বাড়ানোর ক্ষেত্রে অ্যাফিলিয়েট ফাইল ব্যবহার করতে পারবেন না বা এফিলিয়েট এর শর্টলিং ব্যবহার করা যাবে না যে কোন গেমস সফটওয়্যার সম্পর্কে ব্লগ লেখার ক্ষেত্রে সরাসরি সেই সফটওয়্যার এর লিংক দিন যদি সরাসরি লিঙ্ক দেওয়ার অপশন না পান সেক্ষেত্রে নন এফিলিয়েট লিংক ব্যবহার করতে পারেন।

১.১.২ অনলাইনে ফ্রিল্যান্সিং নিয়ে কোন ধরনের ব্লগ লিখার ক্ষেত্রে ব্লগটি অবশ্যই দিকনির্দেশনা মূলক এবং মোটিভেশন যুক্ত হতে হবে। ব্লগের মধ্যে কোন ধরনের ভুল তথ্য প্রদর্শন করা যাবে না। কোন ধরনের চাকরির বিজ্ঞাপন বা লোক নিয়োগ বিষয়ে আর্টিকেল লিখা যাবে না এটি ব্লগার নীতিমালার বিরুদ্ধে যায়।

১.১.৩ ব্যবসায়িক উদ্দেশ্যে কোন বিজ্ঞাপন পোস্ট করা যাবে না। প্রতিষ্ঠান বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক বিবরণ দিয়ে পোস্ট করা যাবে তবে এটি অবশ্যই জনস্বার্থে হতে হবে। এই ওয়েবসাইটে উল্লেখিত সকল তথ্য বিভিন্ন স্থান ও মাধ্যম সংগ্রহ করা হয়ে থাকে। এ তথ্যের কারণে পাঠকের যদি কোন ভ্রান্ত ধারণা বা সমস্যা সৃষ্টি হয় সে ক্ষেত্রে rajrafi.com কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১.১.৪ প্রচার প্রমোশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বারা আয়োজিত বিভিন্ন সেমিনার প্রতিযোগিতা আলোচনা সভার কোন ধরনের তথ্য ওয়েবসাইটে পাবলিশ করা যাবে না তবে নন প্রফিটেবল অরগানাইজেশন গ্লোবাল প্রতিষ্ঠান কমিউনিটি দ্বারা আয়োজিত বিভিন্ন খবর প্রকাশ করা যাবে।

১.১.৫ ডলার কেনা বেচা সম্পর্কিত কোন পোস্ট বা মন্তব্য কোন ব্লগের মধ্যে লিখা যাবে না এছাড়া কোন পোস্টে কমেন্টে যদি কেউ ডলার রেট কেনাবেচার সম্পর্কিত পোস্ট করে সেক্ষেত্রে উভয়কেই সাময়িকভাবে ব্লক করা হবে ব্লগ থেকে।

১.১.৫ অশ্লীল অনৈতিক কপিরাইট ভঙ্গ করে এমন কোন ছবির তথ্য প্রকাশ করা যাবে না ধর্ম এবং ধর্মগ্রন্থ ও সামাজিক প্রেক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখা যাবে না এছাড়া পোস্টে অশ্লীল কুরুচিপূর্ণ এবং অপমানজনক উদ্ধৃতি এবং আপত্তিকর অশ্লীল ইঙ্গিত পুণ্য কোন শব্দ তৈরি করা যাবেনা সেই সাথে কোন জাতি এবং ধর্মের অনুভূতিকে আঘাত প্রদান করে এমন কোন ধরনের আর্টিকেল পাবলিশ করা যাবে না।

১.১.৬ কোন প্রকার কমেন্টে সরাসরি ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক সিরিয়াল কিজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবেনা অশ্লীল পুরুষই পূর্ণ অপমানজনক এবং আপত্তিকর অশ্লীল ইঙ্গিত পুন্য কোন শব্দ ব্লগে ব্যবহার করা যাবে না কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না এটি ব্লগারের নীতিমালার বাইরে এছাড়া কোন প্রকার আর সাইটের সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।

১.১.৭ ছোট ছোট পোস্ট ব্লগারই গ্রহণযোগ্য নয় তবে সর্বনিম্ন ৬০০ ওয়ার্ডের আর্টিকেল লিখা বাধ্যতামূলক যেকোনো পোস্টের ক্ষেত্রে মিডিয়াফায়ার অথবা সরাসরি ডাউনলোড লিংক ব্যবহার না করে নিজের সাইটের পাবলিসিটি করবেন না অতিরিক্ত বিভাগ দেওয়া যাবে না সর্বোচ্চ একটি ইন্টার বা বিভাগ দিতে পারেন। আর্টিকেল পড়ে যেন মানুষ বুঝতে পারে সেজন্য অবশ্যই অর্থপূর্ণ ফিশার ইমেজ তৈরি করতে হবে।

কোন প্রকার বাজে মন্তব্যযুক্ত ও অনৈতিক তথ্যসম্বলিত ফিশার ইমেজ পাবলিশ করার সাথে সাথেই তা ব্লগার থেকে আপনা আপনি রিমুভ হয়ে যাবে। যেকোনো মেয়ের ছবি সম্বলিত ফিচার এম এস তৈরি করতে হলেও তা যেন অশ্লীল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারো অনুমতি ছাড়া ছবি আপলোড করা যাবে না। আর্টিকেলের কথার মধ্যে শালীনতা অবশ্যই বজায় রাখতে হবে।

১.১.৮ পোস্ট লিখার ক্ষেত্রে লং টেইল কীওয়ার্ড ব্যবহার করতে হবে । এখানে লংটেল বলতে বোঝানো হচ্ছে যে 3 সংখ্যা বা তার অধিক নিয়ে একটি এসইও কিওয়ার্ড। আমরা যে পোস্ট লিখব সে পোস্টের টাইটেল টি হতে হবে এসইও করা বা সেই বিষয়ের ওপর সার্চ দিয়ে গুগলের সবার নিচের পেজে থাকা কিছু অংশ।

এছাড়া প্রথমে টাইটেলের পরে বাটনের নিচে যে তিন লাইন লিখা হয় সেই তিন লাইন এ তিনটি কিওয়ার্ড সংযুক্ত করতে হবে এখানে প্রতিটা লাইনে ক্রিয়েটিভ ভাবে সংযুক্ত করতে হবে এমন করা যাবেনা যে একটা কিওয়ার্ড লিখে কমা দিয়ে আরেকটা কিওয়ার্ড লেখা এতে পোষ্টের সৌন্দর্য নষ্ট হয় উদাহরণস্বরূপ যদি একটি কিওয়ার্ড হয় ত্বক উজ্জ্বল করার উপায় 

তাহলে আপনি লিখতে পারেন মেয়েদের অথবা ছেলেদের ত্বক উজ্জ্বল করার উপায় সম্পর্কে জেনে নিন এখানে কিওয়ার্ড বিকৃত করে লেখা হয়নি বরং সেই কিওয়ার্ড তাকেই একটু ইউনিক ভাবে লিখা হয়েছে এরপর প্রতিটি পোস্টে সূচিপত্র সর্বনিম্ন 5t কিওয়ার্ড সংযুক্ত করতে হবে ।

এবং সর্বনিম্ন 600 ওয়ার্ডের হতে হবে এবং লেখাগুলো অন্য কোন ওয়েবসাইটের কপিরাইট হওয়া যাবে না এক্ষেত্রে ক্যান্সেল হয়ে যেতে পারে সর্বোচ্চ দুই বার রাইটারকে সুযোগ দেওয়া হবে তার ভুল সংশোধন করার জন্য এছাড়া নিজে সার্চ ইঞ্জিন কিওয়ার্ড অর্থাৎ যেটা হেডিং এ অবস্থায় থাকে বানানো যাবে না গুগল থেকে এসইও নিয়ে আসতে হবে যেগুলো সার্চ দিয়ে দেখে

( নীতিমালা সংশ্লিষ্ট কোন ফিডব্যাক থাকলে ব্লগ অ্যাডমিনকে মেইল  মাধ্যমে জানাতে পারেন )

বিঃদ্রঃ (নীতিমালাগুলো বিভিন্ন প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংগৃহীত সেই সাথে যেকোন সময় প্রয়োজনের তাগিদে নীতিমালা পরিবর্তিত কিংবা সংযোজিত হতে পারে)
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Rajrafi.com এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url